সবচেয়ে বয়স্ক বিড়াল!

রেকর্ড গড়ে বেঁচে আছে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল ক্রডরি। ২৬ বছরের ক্রডরি নিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বয়স্ক বিড়াল হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছে তার।

তবে এতো বছর ধরে একটি বিড়াল বেঁচে থাকায় অবাক হয়েছেন প্রাণী গবেষকরা। কারণ সাধারণত একটি বিড়াল সর্বোচ্চ ১৫ বছর বেঁচে থাকে।

ক্রডরি বেঁচে থাকায় গবেষকরা যতোই অবকা হোক না কেন তাতে কিছুই যায় আসে না তার মালিক ওরেগনের বাসিন্দা অ্যাশলি রেড ওকুরার। সম্প্রতি নিজার বিড়ালের ২৬তম জন্মদিনও পালন করেছেন তিনি।

এর আগে সবচেয়ে বেশিদিন বেঁচে থেকে এ রকর্ড করেছিল ক্রিম পাফ। তবে ২৫ বছর বয়সে ২০০৫ সালে সেই বিড়ালের মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই