সফল হলো শাহরুখের সার্জারি!

চোট পিছু ছাড়ছে না বলিউড বাদশার। বেশ কয়েক মাস ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। বারবার যন্ত্রণা ও ফুলে যাচ্ছিল তাঁর হাঁটু। হাঁটুতে চোটের জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাঁটুতে সার্জারি হল তাঁর।

কিছুদিন আগে হাঁটুতে ক্রেপ বেঁধে মজা করে নিজের ছবি দিয়েছিলেন। বলেছিলেন, তার মেয়ে দেখলে হয়তো বলবে, বাবা লেগিংস পরেছে। কিন্তু হাঁটুর চোটকে আর মজায় আটকে রাখতে পারলেন না তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুতে অর্থোপেডিক সার্জারি হল তাঁর। শাহরুখের চিকিৎসক ডঃ সঞ্জয় দেশাই এ খবর দিয়ে জানিয়েছেন, তাঁর সার্জারি সফল।

আপাতত ৩-৪ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাঁকে। বেশ কয়েকবছর ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন বলিউড বাদশা। এই সার্জারি সেই সমস্যা থেকে তাঁকে মুক্তি দেবে বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসক।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



মন্তব্য চালু নেই