সফল ভেড়ার খামারীকে পুরস্কার বিতরণ ও দরিদ্র খামারীকে গৃহ নির্মাণে অর্থ প্রদান

মঙ্গলবার বেলা ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সফল ভেড়ার খামারীগণকে পুরস্কার বিতরণ ও দরিদ্র ভেড়ার খামারীগণের গৃহ নির্মাণ সহায়তার অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেন্ট-বি) প্রকল্প ২য় পর্যায়ের অর্থায়নে এবং জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ ঠাকুরগাঁও এর বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

সফল ভেড়ার খামারী হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার মোঃ আব্দুল ফরিদ, বালিয়াডাঙ্গী উপজেলার মোঃ আব্দুল হামিদ, রাণীশংকৈল উপজেলার মোঃ হারুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলার বনি মোহাম্মদ ও হরিপুর উপজেলার মোছাঃ শামসুন নাহারকে পুরস্কার প্রদান করা হয় ।

এবং দরিদ্র ভেড়ার খামারীগণের মধ্যে মোঃ মকবুল হোসেন, শ্রীমতি বিসকু ও নারায়ন মুরমুকে গৃহ নির্মাণের জন্য নগদ ৬ হাজার পাঁচশত টাকা অর্থ প্রদান করা হয় ।



মন্তব্য চালু নেই