সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের দুই বছরপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে বর্তমান সরকারের গত দুই বছরের উন্নয়ন তুলে ধরবেন। এছাড়া জঙ্গিবাদ ও চলমান বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে এই ভাষণ সম্প্রচার করবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয় লাভ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ওই বছরের ১২ জানুয়ারি দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে।



মন্তব্য চালু নেই