সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজডুবি
সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজের ধাক্কায় রিটা-২ নামে আরেকটি লাইটার জাহাজ ডুবে গেছে।
চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ১৫০ টন ভুট্টা নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সন্দ্বীপের অদূরে সিমেন্ট কাচাঁমালবাহী অন্য একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তবে এতে ১৩ জন ক্রুর কেউ হতাহত হননি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি জাহাজ পাশাপাশি যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে প্রচণ্ড ঢেউ ছিল। ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটার জাহাজ একটি আরেকটিকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, জাহাজটি প্রায় পুরোটাই ডুবে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জাহাজের ব্রিজটা শুধু দেখা যাচ্ছিল।
তবে চট্টগ্রাম বন্দরের হারবার এ্যান্ড মেরিন ক্যাপ্টেন মো. নাজমুল আলম এ দুর্ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন।
মন্তব্য চালু নেই