সন্ত্রাস-জঙ্গি নিয়ন্ত্রণ অচিরেই : স্বরাষ্ট্রমন্ত্রী

অচিরেই দেশের সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘নিজেদের মধ্যে সমন্বয় করে আইন-শৃঙ্খলা বাহিনী এ ধরনের অভিযান পরিচালনা করেন। যা সব সময়ই করে থাকেন তারা। যাকে যখন প্রয়োজন তাকে তখন ডাকা হয়। অচিরেই সন্ত্রাসী ও জঙ্গিদের কন্ট্রোলে (নিয়ন্ত্রণে) নিয়ে আসবো বলে আশা করছি।’

শুক্রবার বিকেলে র‌্যাব সদর দফতরে নিহত লে. কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের চৌকস বাহিনী সব সময় সতর্ক অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে। জঙ্গি আস্তানার অভিযানও সতর্কভাবে কাজ করছেন তারা।’

সিলেটের আতিয়া মহলে বোমা বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ঘটনা একটি দুর্ঘটনা। জঙ্গিরা আড়ালে আবডালে থেকে বোমা রেখে গিয়েছিল।’

এর আগে বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল র‌্যাব সদর দফতরে। সেখানে দ্বিতীয় জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একএম শহীদুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হয়।

গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লে. কর্নেল আবুল কালাম আজাদ। ওই রাতেই হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয় তাকে। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচ-এ রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।



মন্তব্য চালু নেই