সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সাতক্ষীরায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন
আব্দুর রহমান, সাতক্ষীরা : ১৫ আগস্ট ও ২১ আগষ্ট এর নির্মম হত্যাযজ্ঞ, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সাতক্ষীরায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, আবু হোসেন খোকন, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল রকিব উদ্দিন, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দীন, মোঃ আনোয়ার হোসেন, তপন সরকার, আলহাজ্ব মোঃ ফিরোজ আহমেদ, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আলমগীর হোসেন।
মন্তব্য চালু নেই