মত বিমিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব-উল-আলম
সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে সেনাবাহিনী আরো কঠোর হবে
পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগনের অনেক পরিবর্তন এসেছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়ন হয়েছে। চুক্তির অবাস্তবায়িত কিছু ধারা বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। যথা শীঘ্রই এ সরকারের আমলে তাও বাস্তবায়িত হবে। শুধুমাত্র কিছু স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রামে বিশৃংখলা সৃষ্টি করতে চায়। এদের কারণেই আগের তুলনায় যথেষ্ট পরিমাণে সন্ত্রাস ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে।
শান্তি প্রিয় জনগণের স্বার্থে সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে সেনাবাহিনী আরো কঠোর হবে। সোমবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম মাহাবুব-উল-আলম, পিএসসি মহালছড়ি জোন সদরে অনুষ্ঠিত মত বিমিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল হুমায়ুন কবির, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সেখ ফরিদ আহামেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী। এছাড়াও এলাকার হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, সেনা বাহিনীর প্রতি বিশ্বাস ও আস্থা রাখুন। সেনাবাহিনী জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু হয়ে করে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে সেনাবাহিনী উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে পারবে। এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
মন্তব্য চালু নেই