সদর উপজেলার পাথরঘাটায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামে রবিবার বিকালে আবাহমান বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

৪৬তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাথরঘাটা বন্ধ মহল আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আঃলীগের সভাপতি এস এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আঃলীগের সভাপতি রমাজান আলী,ইউপি সদস্য মাষ্টার তারক নাথ পাল, মাষ্টার তানজের হোসেন, মাষ্টার আমিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বদর উদ্দীন, আঃ মাজেদ সরদার প্রমুখ।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ২০ টি ঘোড়া অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মন্তব্য চালু নেই