সত্যিকারের একজন স্বাস্থ্যমন্ত্রী
রাজনীবিদরা সাধারণত আলোয় আসেন হয় মহান কোন কাজের মাধ্যমে অথবা কুখ্যাত কোন কাজে জড়িত থেকে। কিন্তু বেলজিয়ামের নতুন স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি দ্য ব্লক আলোচনার এসেছেন তার স্বাস্থ্যের কারণে।
ম্যাগির শরীরের ওজন কতো জানেন? মাত্র ১২৭ কেজি! বেলজিয়ামের ডানপন্থি নতুন জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান ৫২ বছর বয়সী এ নারী। এর পরই তাকে নিয়ে বেলজিয়ামসহ সারা বিশ্বে শুরু হয় গুঞ্জন। এতো স্থূলকায় শরীর নিয়ে তিনি কি অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন? সে বিষয়ে।
এক্ষেত্রে সমালোচনার দৌড়ে সবচেয়ে এগিয়ে বেলজিয়ামের ভিআরটি টিভির ওয়াসিংটন ভিত্তিক প্রতিবেদক টম ভ্যান দ্য ওয়েগ। তিনি এক টুইটার বার্তায় স্বাস্থ্যমন্ত্রী পদে ম্যাগির ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। এনওএস নামের এক ডাচ টিভি চ্যানেলও সমালোচনার দৌড়ে ভিআরটি টিভির কক্ষপথেই রয়েছে।
তবে সকল সমালোচনার জবাব দিয়ে ম্যাগি বলেন, ‘আমি কোন মডেল নই। কিন্তু আপনাকে যেকোন বিষয়ের ভেতরের দিকটা দেখতে হবে প্যাকেজিংটা নয়।’
মন্তব্য চালু নেই