সত্যিই বাস্তব, পানির উপরিতলে দৌড়! (ভিডিও সহ)

আপনি কখনো ভেবেছেন কি পানির উপরিতলে হাঁটার কথা? ভাবুনতো আপনি পানিতে সাঁতার কাটছেন আর আরেকজন পানির উপর দিয়ে দিব্যি দৌড়ে চলে যাচ্ছেন। অবাক হবেন নিশ্চই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।

আবার এটাও ভাবতে পারেন নিশ্চই কোন জাদুমন্ত্র রয়েছে। না পাঠক কোন জাদু নয়, বাস্তব। পানির উপরিতলে দৌড়ানো সম্ভব। আপনি ডুববেন না। মানুষ এ অসম্ভবকেও সম্ভব করেছেন।

বিষয়টা এমন, যেমন ছোট বেলায় ঝিনুক কিংবা চ্যাপ্টা কোন বস্তু পানির উপরিতলে আড়াআড়িভাবে ঢিল ছুঁড়লে কি হতো মনে আছেতো। সেটি পানির উপরিতলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভেসে সামনের দিকে এগুতে এগুতে একসময় ডুবে যেত। নির্দিষ্ট এঙ্গেল এবং গতিশক্তি যতক্ষণ সমান অনুপাতে থাকতো ততক্ষণ পর্যন্ত সেটি পানিতে ভেসে থাকতো। গতি কমে গেলে সেটি ডুবে যেতো। ঠিক সেই তত্ত্ব কাজে লাগিয়ে মানুষও পানির উপরিতলে দৌড়ানোর কৌশল রপ্ত করেছে।



মন্তব্য চালু নেই