সঙ্গীর মান ভাঙাতে নয়া কৌশল
সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েছে? হয়েছিল আপনারই কোনও ভুলের জন্য। আপনি বুঝেওছেন সেই ভুল। বার বার সরিও বলেছেন কিন্তু অভিমান ভাঙাতে পারছেন না? এমনটা হলে বুঝবেন আপনার সঙ্গী সত্যিই দুঃখ পেয়েছেন।
এই সময় সরি না বলে এমন কিছু করুন যাতে উনি বুঝতে পারেন আপনি সত্যিই কতটা ভালোবাসেন। জেনে নিন এমনই কিছু উপায়।
আলিঙ্গন
অনেক সময় মুখে যে কথা বলা যায় না আলিঙ্গন সেই কাজ সহজেই করে দেয়। উষ্ণ আলিঙ্গনের এটাই জাদু। ভালোবেসে কাছে টেনে নিলে সবাই দুঃখ ভুলে যায়।
সরি সং
কোনও সুন্দর সরি সং পাঠিয়ে দিন। দুঃখের গান পাঠাবেন না ভুলেও। সরি বলে মান ভাঙানোর গান পাঠান।
কেক
কেক তৈরি করে মান ভাঙানোর রেওয়াজ অনেক পুরনো। আপনিও সেই পুরনো রীতিতেই সঙ্গীর জন্য কেক, কুকিজ বেক করুন। কেকের ওপর ক্রিম দিয়ে স্মাইলি, আই অ্যাম সরি লিখে দিতে পারেন।
রান্না
নিজের হাতে রান্না করুন সঙ্গীর জন্য। তার পছন্দের খাবার রান্না করে খাওয়ান। এতে রাগ ভেঙবেই তার।
কবিতা, চিঠি
সঙ্গীর মুখে হাসি ফোটাতে সুন্দর কবিতা বা চিঠি লিখে দিতে পারেন। যেমন ধরুন আপনি কেন তাকে ভালোবাসেন এজন্য ১০০টা কারণ দেখান। এরপর আর উনি অভিমান করে থাকতে পারবেন না।
দুঃখী ছবি
নিজের দুঃখী মুখের ছবি, সেলফি পাঠান সঙ্গীকে। ঝগড়ার পর আপনি কতটা দুঃখ পেয়েছেন, সব কাজ দুখী মুখে করছেন, এ সব দেখলে উনি বুঝতে পারবেন উনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
আইস ক্রিম
সঙ্গীকে আইস ক্রিম খেতে নিয়ে যান। দু’জনে এক সঙ্গে আইস ক্রিম খান, কিছুটা সময় কাটান। মান, অভিমান ভোলানোর জন্য আইস ক্রিমের থেকে ভালো কিছু হতে পারে না।
অ্যালবাম
আপনাদের দু’জনের সুন্দর মুহূর্তের ছবি দিয়ে অ্যালবাম তৈরি করুন। সেই অ্যালবাম দেখে সঙ্গীর মুখে হাসি ফুটবেই।
আমি তোমাকে ভালোবাসি
বার বার সরি লিখেও উত্তর পাননি? সরি না লিখে টেক্সট করুন ‘আমি তোমাকে ভালোবাসি’ দেখুন অভিমান কেটে যাবে।
মন্তব্য চালু নেই