সকল ধর্মের সহাবস্থানের শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবিধান প্রদত্ত সকল ধর্মের স্বীকৃতি ও শান্তিপূর্ণ ধর্মাচার পালনের অধিকার নিশ্চিত করেছে সরকার।

বুধবার সচিবালয়ে নিউইর্য়কভিত্তিক বহু-ধর্মীয় প্রতিষ্ঠান রিলিজিয়নস্ ফর পীস-আরএফপি, থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল নেটওয়র্ক অভ এনগেজড বুদ্ধিস্টস-আইএনইবি এবং রিশো কোসেই-কাই এর প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সকলের পাশে সকলের দাঁড়ানোর মধ্যেই সকল কল্যাননিহিত। আমি সকল ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করি। বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের সহাবস্থানের শ্রেষ্ঠ উদাহরণ।

আরএফপি আন্তর্জাতিক ট্রাস্টি নরিও সাকাই, আইএনইবি এর নির্বাহী সম্পাদক সোম্বুন শুংপ্রাম্প্রি, আরকেকে বাংলাদেশ এর সভাপতি অশোক বড়–য়া, ব্রাঞ্চ মিনিস্টার মিথসুইউকি আরিতোমি প্রমূখ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই