সকল জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটালো রুমি-অনন্যার দাম্পত্য কলহ

হালের বহুল আলোচিত নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আরফিন রুমি-অনন্যার দাম্পত্য কলহের সমাপ্তি হয়েছে। রুমির বিরুদ্ধে গত অক্টোবরে দায়ের করা মামলার শুনানি ছিল আজ। অবশেষে চূড়ান্তভাবে বিবাহ বিচ্ছেদ হলো জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও তার প্রথম স্ত্রী অনন্যার। আজ রবিবার আদালতের মধ্যস্থতায় তাদের চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে অনন্যার পারিবারিক সূত্র।rummi

অনন্যার মা বলেন,দুপুরের পর আদালত থেকে ফিরে কান্নাকাটি করএছে অনন্যা। সে এখন কথা বলার মতো অবস্থায় নেই। সমঝোতার শর্ত অনুযায়ী আজ দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাজধানীর মৌলভীবাজার শাখায় তাদের সন্তান আরিয়ানের জন্য ২০ লাখ টাকা এফডিআর করেছেন রুমি।rummi 1

২০১৩ সালের অক্টোবরে রুমির বিরুদ্ধে প্রথম স্ত্রী অনন্যা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়—প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছে আরফিন রুমি। এর প্রতিবাদ করায় রুমি অনন্যাকে বেধড়ক মারধর করেন। যৌতুকসহ বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় নির্যাতন করতেন বলে অভিযোগ ছিল অনন্যার। এ মামলার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর কাটাশূরের কাদেরাবাদ হাউজিংয়ের বাসা থেকে রুমিকে গ্রেফতার করে পুলিশ। পরে অনন্যার জিম্মায় দুই হাজার টাকা মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হন রুমি। এরপর আদালতের মধ্যস্থতায় বিবাহ বিচ্ছেদ চান আরেফিন রুমি। অনন্যার আবেদনের প্রেক্ষিতে আদালত কিছু শর্ত জুড়ে দেয়। অবশেষে রবিবার আরফিন রুমি ও অনন্যার বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়।



মন্তব্য চালু নেই