সংস্কার অভাবে সাপাহার উপজেলার গ্রামীন রাস্তাগুলো চলাচলের অযোগ্য
সংস্কার অভাবে সাপাহার উপজেলার গ্রামীন রাস্তাঘাটগুলি হাজারো খাল খন্দকে ভরপুর হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরজমিনে দেখা গেছে উপজেলা সদর ইউনিয়নের বাহাপুর হতে পিছলডাঙ্গা পর্যন্ত প্রায় ৫কিঃমিঃ রাস্তা,হরিপুর মোড় হতে পদল পাড়া পর্যন্ত প্রায় ৪কিঃমিঃ রাস্তা, উপজেলা সদর হতে মধইল বাজার এবং মধইল বাজার হতে পাতাড়ী পর্যন্ত প্রায় ৩০কিঃমিঃ রাস্তা, পাহাড়ী পুকুর হতে কলমুডাঙ্গা প্রায় ১০কিঃমিঃ রাস্তা নিশ্চিন্তপুর মোড় হতে কোচকুড়লিয়া মোড় পর্যন্ত প্রায় ৫কিঃমিঃ রাস্তা দিঘীর হাট হতে হাপানিয়া বিওপি ক্যাম্প পর্যন্ত প্রায় ৫কিঃমিঃ রাস্তার প্রায় সম্পূর্ন রাস্তাগুলির কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খাল খন্দকের সৃষ্টি হয়েছে।
রাস্তাগুলিতে চলতে গিয়ে লোকাল পরিবহন নছিমন, করিমন, ভুটভুটি, রিকসা, ভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন হরহামেসা দুর্ঘটনার কবলে পড়ছে। ডিজিটাল বাংলাদেশে সাপাহার উপজেলা স্কুল, কলেজ, রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকার উন্নয়ন ঘটলেও এই রাস্তাগুলি সংস্কার না হওয়ায় গ্রামে বসবাসকারী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। অতি কষ্টে তারা এই ভাঙ্গা চুরা রাস্তা দিয়ে তাদের উৎপাদিত পন্য সামগ্রী উপজেলা সদরে আনছে। এতে ১ঘন্টার রাস্তায় সময় লাগছে দেড়ঘন্টা। আবার পরিবহন খরচ হচ্ছে প্রায় দ্বিগুন।
উপজেলাবাসি জরুরী ভিত্তিতে রাস্তাগুলি সংস্কার করে গ্রাম এলাকায় বসবাসকারী জনগনের জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
মন্তব্য চালু নেই