‘সংসার’ নিয়ে ব্যস্ত সবাই

পরিবার, সংসার, ভালোবাসা, বন্ধুত্ব এসব নিয়েই তো আমাদের জীবন। সেই জীবনে কখনও হাসি-কান্না, সুখ-দুঃখ সঙ্গে নিয়েই আমাদের সম্পর্ক গুলো চলতে থাকে। এরকম পারিবারিক একটি গল্প নিয়েই নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সংসার’। নাটকটি রচনা করেছেন মহিউদ্দিন, ঊর্মি মোস্তফা ও গোলাম সোহরাব দোদুল। আর পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

এতে অভিনয় করছেন একঝাঁক অভিনয় শিল্পী। তাদের মধ্যে রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, নাদিয়া আহমেদ, রুনা খান, অ্যালেন শুভ্র, তানজিন তিশা, মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সাঈদ বাবুসহ আরও অনেকে। আসছে ২৪ আগষ্ট থেকে নাটকটি প্রচার শুরু হবে শুধু মাত্র এনটিভিতে।



মন্তব্য চালু নেই