‘সংলাপ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না’

চলমান রাজনৈতিক অচলাবস্থা স্বাভাবিক হতে সরকারের মন্ত্রীরা দুইদিন-চারদিনের কথা বললেও সংলাপ ছাড়া এক বছরেও পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার ভাষাসৈনিক অলি আহাদের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। ‘ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদ’ শীর্ষক এ স্মরণসভার আয়োজন করে অলি আহাদ স্মৃতি সংসদ।

‘গণতন্ত্রের কথা বলবেন আর বিরোধী দলের সাথে কথা বলবেন না সেটা হতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ মান্না বলেন, ‘খালেদাকে সন্ত্রাসের রানী দোহাই দিয়ে সংলাপে বসবেন না বলে পার পাবেন না। আপনি বলুন, ১৫ দিনের মধ্যে সংলাপে বসতে চান। এর মধ্যে বিএনপিও আন্দোলন বন্ধ করে নিতে পারে এবং সংলাপের পরিবেশ সৃষ্টি হবে। নইলে এক বছরেও সমস্যার সমাধান হবে না।’

‘এখন সংলাপ না হলে পরে হয়তো আর সম্ভব হবে না। বিষয়টি বুঝে থাকলে আলোচনায় বসুন। এখন বসা না হলে আজীবন হয়তো দাঁড়িয়েই থাকতে হবে’ যোগ করেন তিনি।

বিএনপির উদ্দেশে মান্না বলেন, ‘আন্দোলনের নামে আপনারা পেট্রোলবোমার আগুনে মানুষকে পুড়িয়ে মারছেন। এটা বন্ধ না হলে এ ক্ষোভের আগুন মানুষের বুকেও জ্বলবে এবং আপনাদের প্রত্যাখ্যান করবে। ৪৭ দিন অবরোধ দিয়েও দাবি আদায় করতে পারলেন না, আর কতদিন লাগবে? মানুষ আপনাদের আন্দোলনে অতিষ্ট হয়ে উঠেছে।’

জনগণকে অন্ধ রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে না আসলে কোনো দিনই আমাদের মুক্তি মিলবে না।’

এ সময় আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।



মন্তব্য চালু নেই