সংলাপে না বসলে আন্দোলন চলবে : বিএনপি জোট

একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সরকার ‘অর্থপূর্ণ সংলাপের’ আয়োজন না করে নেতিবাচক ভূমিকা নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এক বিবৃতিতে বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অবিলম্বে সুষ্ঠু ও সবার নিকট গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে একটি অর্থপূর্ণ সংলাপ আয়োজনে সরকার সচেষ্ট হবে বলে দেশবাসীর প্রত্যাশা।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘প্রত্যাশা পূরণ না হলে সরকারকে জনগণের দাবি মানাতে ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পিছপা হবে না। জনগণের ন্যায়সঙ্গত দাবি কেউ কখনো বাধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না- ইতিহাসে তারই সাক্ষ্য মেলে।’

এদিন সন্ধ্যায় জোটের পক্ষে বরকতউল্লাহ বুলুর স্বাক্ষর করা এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর তিনি একই কায়দায় অজ্ঞাতস্থান থেকে বিবৃতি দিয়ে আসছেন।

সংকট সমাধানের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সরকার ‘নেতিবাচক ভুমিকায়’ অটল রয়েছে- দাবি করে বিএনপির এই নেতা এও বলেন, ‘আমাদের সকলেরই দায়িত্ব আলাপ-আলোচনার মাধ্যমে পর্বতসম যেকোনো সমস্যা বা সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করা। আর এ ক্ষেত্রে ক্ষমতাসীনদের দায়িত্বই অগ্রগণ্য বলে দেশবাসী মনে করে।’

বরকত উল্লাহ বুলু বলেন, ‘স্বাধীনতার চার দশক পর গোটা জাতি মহান এই দিনটি একটি কর্তৃত্ববাদী, দুর্নীতিবাজ, লুটেরা ও খুনী সরকারের সীমাহীন অত্যাচার-নিপীড়ন ও নিষ্ঠুর জুলুম-নির্যাতনের যাঁতাকলে নিষ্পেষিত অবস্থায় পালন করল।’

স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠাগুলোতে ‘প্রকৃত মুক্তিযোদ্ধারা’ অনুপস্থিত ছিলেন- দাবি করে বিএনপির দায়িত্বপ্রাপ্ত এই মূখপাত্র আরো বলেন, ‘স্বাধীনতার মাসে দেশের প্রতিটি মানুষের মনে প্রশ্ন-স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানমালায় প্রকৃত মুক্তিযোদ্ধারা অনুপস্থিত কেন? কেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের হাজার হাজার সন্তান আজ স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া বিশেষ বাহিনী কর্তৃক মিথ্যা মামলায় আটক ও কারান্তরীণ বা ঘাতকের ভয়ে প্রাণ বাঁচাতে আত্মগোপনে?’

তিনি বলেন, ‘যে দেশে বিচারের মানদন্ড নির্ধারিত হয় স্বৈরশাসকদের ইশারায়, যে দেশে নিরীহ জনগণকে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়, যে দেশে জনগণের সম্পদ লুটেরাদের দখলে- সে দেশে এই স্বাধীনতার মাসে ৭ জন বীর শ্রেষ্ঠসহ লাখো শহীদের আত্মা নীরবে কাঁদে। মুক্তিযুদ্ধের মহান অর্জনকে যারা কালিমালিপ্ত করে অবৈধ পন্থায় দেশ শাসন করতে ক্ষমতাবান, জনগণ কোনদিন তাদের ক্ষমা করবে না। এটাই ইতিহাস।’

বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে এই স্বাধীনতার মাসে ‘অপহরণ করা’ প্রকৃত অর্থে স্বাধীনতাকেই অপহরণ করার সামিল বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্য স্নানে নিহত পুন্যার্থীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনা করে ২০ দলীয় জোট আহতদের সুচিকিৎসার দাবি জানায়।



মন্তব্য চালু নেই