সংলাপের জন্য হাসিনা-খালেদাকে এরশাদের চিঠি
সহিংসতা বন্ধে পূর্ব ঘোষণা অনুযায়ী সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রবিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাসের হাতে চিঠি পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।
চিঠি দেওয়ার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানান, পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত দলগুলোকে চিটি দেওয়া হবে। আমরা আর সংঘাত চাই না। আমরা শান্তি চাই। এই শান্তির উদ্যোগ নিয়েছেন শান্তির দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

















মন্তব্য চালু নেই