সংযুক্ত মাথার যমজ শিশু

ভারতের উত্তরাঞ্চলীয় কানপুর রাজ্যের সারোজ নার্সিং হোমে জন্ম নিয়েছে যমজ দুই সন্তান। যমজ হলেও তাদের দুজনের মাথা সংযুক্ত। এছাড়াও তাদের গলা, এবং মেরুদণ্ড আলাদা হলেও হৃদপিণ্ড, পাকস্থলি এবং ফুসফুস দুজনেরই একটি করে। তাদের দুজনের ওজন ছয় পাউন্ড নয় আউন্স। কর্তব্যরত চিকিৎসকরা জানায় তাদের হৃদপিণ্ড এতটাই দুর্বল যে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। বর্তমানে শিশুদুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিউ) রাখা হয়েছে।

এদিকে এমন সন্তান জন্ম দেয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছেন তাদের মা অনিতা কুমার। তিনি বলেন, তার গর্ভ থেকে এমন সন্তান তিনি কিছুতেই মেনে নিতে পারছেনা। অপরদিকে তাদের বাবা সতীশ কুমার বলেন, ‘ এটা আমাদের অভিশাপের ফসল। আমাদের পাপের কারণে ইশ্বর আমাদের এমন শাস্তি দিয়েছে’। তবে এই দম্পতির আরো দুটি কন্যা সন্তান আছে বলে জানা যায়। ছেলে সন্তানের আশাই মূলত তাদের আবার সন্তান নেয়া। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু সন্তান দুটি এখনও জীবিত আছে। তবে এখন পর্যন্ত তাদের কোন নামকরণ করা হয়নি।



মন্তব্য চালু নেই