সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় চান সুরঞ্জিত

সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

বুধবার সন্ধ্যায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে স্বামী ভোলানন্দ গিরি আশ্রমে দ্বি-বার্ষিকী কেন্দ্রীয় সম্মেলন-২০১৪ উদ্বোধনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

সুরঞ্জিত বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আলাদা ব্যাংকসহ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশে আলাদা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’

সুরিঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘সুষমা স্বরাজের বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে ভারতের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সূচনা হয়েছে। এ সম্পর্ক আরো দৃঢ় হবে। ভারত একটি গণতান্ত্রিক দেশ তাই তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘অসম্প্রদায়িক রাজনীতি করতে হলে খালেদা জিয়াকে অব্যশই জামায়াত-শিবির জঙ্গিদের সঙ্গ ত্যাগ করতে হবে। তিনি (খালেদা জিয়া) আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আমরা অতীতেও দেখেছি আন্দোলনের নামে তিনি সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছেন।’

সংগঠনের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, ঢাকা জেলা ও মহানগর কমিটির সভাপতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র দে, বরদ্বেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশান কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দাস, বঙ্গবন্ধু সাস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই