ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা : ৭২৪ ইউপির ভোট ৪ জুন

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ৭২৪টি ইউপির ভোট আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মে। ১১-১২ মে মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং অফিসাররা। ১৩-১৫ মে আপিল দাখিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। আগামী ২০ মে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এ ধাপের মধ্য দিয়েই তৃণমূলের এ নির্বাচনের সমাপ্তি ঘটবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৫২টি ইউপির তফসিল ঘোষণা করে কমিশন। তবে আইনি জটিলতার কারণে ওই ধাপে ৭২৫টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে এই ধাপেও আইনি জটিলতায় ৩১মার্চ নির্বাচন হয় ৬৩৯টি ইউপিতে। গত ১৫ মার্চ তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপির তফসিল ঘোষণা করা হয়। এ ধাপে ২৩ এপ্রিল ৬১৫টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ চতুর্থ ধাপে ৭৪৩টি ইউপির তফসিল ঘোষণা হয়। আগামী ৭ মে এ ধাপে ৭২৫টি ইউপিতে ভোট হবে। ২১ এপ্রিল পঞ্চম ধাপে ৭৩৩টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী ২৮ মে।



মন্তব্য চালু নেই