শ্রীলঙ্কায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছুঁয়ে দেখছেন টাইগাররা

কয়েকদিন আগে এই ট্রফি ঠিকই বাংলাদেশে আসে। কিন্তু দেশে ছিলেন না বলে ট্রফি ছুঁতে পারেননি তারা। বিশ্বকাপের পরই আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি।

র‌্যাংকিংয়ে থাকা সেরা আটটি দল নিয়ে ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসির দ্বিতীয় সেরা এই ক্রিকেট টুর্নামেন্ট। ওয়েস্ট

ইন্ডিজের মতো দেশকে পেছনে ফেলে এবার বাংলাদেশ খেলবে আইসিসির প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্টটিতে।

গত ২ মার্চ থেকে শুরু হয়েছে আইসিসি ট্রফির বিশ্ব ভ্রমণ। অংশগ্রহণকারী ৮টি দেশের মোট ১৯টি শহর প্রদক্ষিণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিটি। ২ মার্চ ভারতের মুম্বাই থেকে শুরু হয় ‘নিশান আইসিসি ট্রফি ট্যুর’। এরপর বাংলাদেশ হয়ে এই ট্রফিটি এখন আছে শ্রীলঙ্কায়। আর বাংলাদেশ দলও আছে লঙ্কা সফরে।

তাই নিজের দেশে এই ট্রফিটি দেখতে না পারলেও শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ট্রফিটি হাতে নিয়ে ছবি তুলেছে টাইগার তারকা সাব্বির-তাসকিন-সৌম্যরা। পর নিজের ফেরিফাইড ফেসবুক পেইজে এ ছবি শেয়ার দেন সাব্বির।



মন্তব্য চালু নেই