শ্রীমঙ্গল দারুল আজহারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ ইসলাম ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান, দারুল আজহার ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায়, শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ দারুল আজহার ইনস্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল-কলামিস্ট এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বদরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাঈল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের যুগ সাধারণ সম্পাদক আনহার আহমদ শমশাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রাকিব, বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দারুল আজহার ইনস্টিটিউটের উপদেষ্টা মাওলানা আয়েত আলী, মাওলানা এমএ রহিম নোমানী, শেখবাড়ি জামেয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনগউড় সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, এক্সাপার্ট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, মডেল একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল আলম স্বপন, দারুল আজহা শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, আব্দুস সুবহন, রাকিব উদ্দিন, আশিকুর রহমান, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মুহসিন আবেদিন, মিছবাহ উদ্দিন, শিক্ষিকা আনোয়ারা বেগম, ইয়াছমিন আখতার বৃষ্টি।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবিকাগণ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি থেকে সম্পাতব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু গ্রুপ থেকে শুরু করে সপ্তম শ্রেণির শতাধিক ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় স্বতস্ফুর্ত অংশগহণ করে।



মন্তব্য চালু নেই