শ্রীমঙ্গলে টানা বর্ষনে জনজীবন স্থবির
সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে অনেক এলাকায় ড্রেনের পানি ঘর বাড়িতে উঠে জন জীবনে বিঘ্ন ঘটছে। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রীমঙ্গল উপজেলার শহর শহর তলীর রুপশপুর আ/এ, সবুজবাগ আ/এ, উত্তরসুর, উত্তর উত্তরসুর এলাকায় অনেক ঘর বাড়িতে পানি দেখা গেছে। সবুজবাগ আ/এ এলাকার সার্বজনীন শশ্মানঘাট এলাকার বাস্তনী পূজায় গিয়ে দেখা যায় পূজা মন্ডপে পানি উঠে পূজায় বিঘ্ন ঘটছে।
সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন যাবত শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার ও পূর্ন খনন এবং নতুন করে ড্রেন সৃষ্টি না করায় বৃষ্টির পানি নিষ্কাসনের কোন সঠিক জায়গা না থাকায় এই ধরনের সম্যসার সৃষ্টি হয়েছে। তাছাড়া শ্রীমঙ্গল শহরের ছড়াটি খনন না করায় এবং ছড়ার পাড় দখল করে ঘরবাড়ি তৈরি করায় পানি নিষ্কাসনে বাধা সৃষ্টি হওয়ায় বাড়িঘরে পানি ঢুকছে বলে অনেকে অভিযোগ করেন। তারা বলেন খুব শ্রীঘ্রই শ্রীমঙ্গল শহরস্থ ছড়ার পাড় দখল মুক্ত না করা গেলে এবং ছড়াটি পূর্ন খনন না করা হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।
এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টির কারনে খেটে খাওয়া মানুষের মধ্যে নেমে এসেছে হতাশা।
মন্তব্য চালু নেই