শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০১৬-১৭ ও খরিপ/২০১৬-১৭ মৌসূমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহ্হাব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো । উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক মহলদারের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। আলোচনাসভা শেষে উপজেলার ৪’শত ৬০ কৃষকদের মধ্যে সরিষা,তিল,মুগ ডাল বীজ ও ভুট্টা বীজ এবং সার বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই