শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের শ্রীনগরে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে দিনব্যাপী উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নাগরবাগ বায়তুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

পশ্চিম নাগরবাগ বায়তুল নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি হাজী ইউনুস কবীরের ব্যবস্থাপনায় ও ঢাকার ধানমন্ডি পপুলার ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডায়াবেটিস ফুট কেয়ার কনসালটেন্ট ডা. এম এ সায়েমের তত্বাবধানে এলাকার প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়।

এখানে ডায়াবেটিস, শিশু, জেনারেল, ও গাইনী রোগীদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা সেবা দেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, জেনারেল রোগীদের ডা. সান, ডা. মুন, চক্ষু রোগে ডা. রাহাত বিন হাবিব এবং গাইনী রোগীদের ডা. তাসমিনা ও ডা. শামান্তা।



মন্তব্য চালু নেই