‘শ্রম অধিকার ও নিরাপত্তার শর্ত পূরণ হলে জিএসপি’
শ্রম অধিকার, নিরাপত্তাসহ অন্যান্য শর্ত পূরণ হলে যুক্তরাষ্ট্র তাদের দেশে বাংলাদেশের পণ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
সচিবালয়ে মঙ্গলবার দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিএসপি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে শ্রমিকের অধিকার, কাজের পরিবেশ, শ্রমিকের নিরাপত্তা, লেবাল ল’ বাস্তবায়নসহ অন্যান্য শর্ত পূরণ হওয়া জরুরি। এ সব শর্ত পূরণ হলে যুক্তরাষ্ট্র জিএসপির বিষয়টি বিবেচনা করবে।
জিএসপিসহ বাণিজ্যিক সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, কানাডার হাইকমিশনার বিনোট পিয়েরি লামি, ডেনমার্কের রাষ্ট্রদূত হাননি ফুগাল এসকেজের, নেদারল্যান্ডসের ইকনমিক অ্যাফিয়ারস অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের প্রধান মার্টিনে বান হুগ, ডিএফআইডির প্রধান সারাহ কুক ছাড়াও বাণিজ্য সচিব, শ্রম সচিব ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই