শ্রমিক দলের ২ নেতাকে কুপিয়ে আহত
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর শ্রমিক দলের দুই নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত শ্রমিক নেতারা হলেন- মহানগর শ্রমিক দলের দফতর সম্পাদক আবু কাউসার ভূইয়া (৪৬) এবং সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার। এর মধ্যে আহত বাবুলের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
আহত আবু কাউসার জানান, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় সবাই মিলাদে যাচ্ছিল। এসময় ব্যারিস্টার নাসির উদ্দিন ওয়াসিমের সমর্থক, ছাত্রদলের (পূর্ব) যুগ্ম সম্পাদক সোহেল খান ও নিউমার্কেট থানার ছাত্রনেতা রাশেদ খানসহ ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন জানান, তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাবুল সর্দারের অবস্থা আশঙ্কাজনক, তার মাথার আঘাতটি গুরুতর।
মন্তব্য চালু নেই