‘শ্রমিকলীগ ও ছাত্রলীগের উপর নির্ভর করে দেশের গতি’

বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটি সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘শ্রমিকলীগ ও ছাত্রলীগের উপর নির্ভর করে দেশের গতি। মুজিব আদর্শে সংগঠিত এই সংগঠন দুটি ইচ্ছা করলে দেশ অচল করেও দিতে পারে’।

রবিবার মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকলীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শ্রমিকরা দেশের যাবতীয় উন্নয়নের মূল চাবিকাঠি বলেও তিনি যোগ করেন।

বেলা ১১টায় জেলা শ্রমিকলীগের আহ্বায়ক রেজাউর রহমান মন্টু এ সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন জামায়াত, বিএনপি, হেফাজতে ইসলাম ও বিভিন্ন সময় নৌকা প্রতীকের বিরোধীতাকারী আনারস ও ঘড়ি প্রতীক পাওয়া আওয়ামী লীগারদের কড়া সমালোচনা করেন। এদেরকে ‘দেশের শত্রু ও মোনাফেক’ বলে আখ্যায়িত করেন।

নব্বইরশি বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার। বিকেলে সম্মেলনের দ্বিতীয়ার্ধে উপজেলা ও পৌর শ্রমিকলীগের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।



মন্তব্য চালু নেই