শ্যামানন্দ হত্যার চাক্ষুস সাক্ষী আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ সদরের হিন্দু মন্দির শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যার চাক্ষুস সাক্ষী রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাক্ষুস সাক্ষী থাকায় খুনিরা সহসাই ধরা পড়বে। শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যারা সম্পৃক্ত তাদের ধরা পড়তেই হবে। ঘটনার চাক্ষুস সাক্ষীও রয়েছে। যেভাবে যে কৌশলে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তার সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যার ঘটনার মিল রয়েছে। যারা দেশের ভেতর হত্যাকাণ্ড সংঘটিত করে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে। তবে তাদের সে আশা পূরণ হওয়ার নয়। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, এক মাসের কম সময়ের ব্যবধানে ঝিনাইদহের আরেকটি মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে গত মাসে এক হিন্দু পুরোহিতকে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই