শ্যামনগরে ২মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আব্দুর রহমান : শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও ডিএফএ’র নব নির্বাচিত কমিটির সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথী, আনোয়ার হোসেন আনু, ইমাদুল হক খান, গেলাম ফারুক বাবু, আবুল কাশেম বাবর আলী, স.ম সেলিম রেজা প্রমুখ। ২মাস ব্যাপি এ ফুটবল প্রশিক্ষণ কোর্সে ৩০ জন খেলোয়াড় অংশ নেয়। প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে আছেন ইমাদুল হক খান।



মন্তব্য চালু নেই