শ্যামনগরে লবন সহনশীল সবজী চাষ বিষয়ক প্রশিক্ষন

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ন। সাতক্ষীরার শ্যামনগরে এই জলবায়ু ঝুাঁকপূর্ন জনপদে রবিবার লবনসহনশীল ধান ও সবজী চাষ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়।

লিডার্সের আয়োজনে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর সহযোগিতায় গাবুরা ইউপির ডুমুরিয়া গ্রামে এবং খুটিকাটা গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে সরিষা জলবায়ু সহনশীল দলের সভাপতি মুজিবর তরফদার ও বেগুনবীচি জলবায়ু সহনশীল দলের সভাপতি নির্মল কুমার সরদার।
প্রশিক্ষনে সহায়ক ছিলেন রনজিৎ কুমার মন্ডল, কর্মসূচি কর্মকর্তা (কৃষি) এবং মোঃ শওকৎ হোসেন কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষন)।



মন্তব্য চালু নেই