শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস করণ বিষয়ক প্রশিক্ষন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার বিকালে ফ্রেন্ডশীপপের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউপির আবাদ চন্ডিপুর ফ্রেন্ডশীপ স্কুলে অংশগ্রহণ মুলক দূর্যোগ ঝুঁকি হ্রাস করণ বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্টিত হয়।

সিএমডিআরআর প্রকল্পের আয়োজনে মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক রনজিৎ বর্মন,বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আবিদ হাসান।বক্তব্য রাখেন প্রশিক্ষণের সহায়ক ফ্রেন্ডশীপ সিএমডিআরআর প্রকল্পের সুপারভাইজার মাসুদ পারভেজ,ফ্রেন্ডশীপ কর্মকর্তা সুবীর কুমার,সজল কুমার প্রামানিক,রবীন চন্দ্র মন্ডল,আকতারুজ্জামান,অংশগ্রহণকারী মিজানুর রহমান,মোজ্জামেল হোসেন,মনিরা খাতুন,মিনারা খাতুন প্রমুখ।

গত ২মে থেকে এ প্রশিক্ষণে সমাজ ব্যবস্থাপনায় দূর্যোগের ঝুঁকি প্রশমন,জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও অংশ গ্রহণমুলক প্রক্রিয়ায় দূর্যোগে ঝুঁকি নিরুপণ করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়া প্রশিক্ষনার্থীরা আপদকালীন পরিকল্পনার অংশ হিসেবে আপদ পঞ্জিকা ,মৌসুমি ক্যালেন্ডার, দূর্যোগ ঝুকি নিরুপন সহ সামাজিক কর্মপরিকল্পনা তৈরী সহ আপদকালীন তহবিল গঠনের উদ্দ্যোগ নেন।



মন্তব্য চালু নেই