শ্যামনগরে চরম দরিদ্রতাকে হার মানিয়ে প্রাথমিকে এ+পেয়েছে আনোয়ারুজ্জামান

চরম দরিদ্রতাকে হার মানিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়/১৪ এ+পেয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রী ফলকাটি গ্রামে ব্রাকের সহায়তায় শ্যামনগরের নকশীকাঁথা মহিলা সংগঠন পরিচালিত শ্রীফল কাটি উপ-আনুষ্টানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আনোয়ারুজ্জামান।সে শ্রীফল কাটি গ্রামের পিতা-মোঃ আবুল হোসেন ও মাতা-মুনজিলা বেগমের ৪ সন্তানের মধ্যে ২য় পুত্র।পিতা পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক ও মাতা গৃহিনী।নুন আনতে পান্তা ফুরায়,কোন দিন খাওয়া হয় কি না হয় সংসারের এ অবস্থার মধ্যে জীবন সংগ্রামে জয়ী আনোয়ারুজ্জামান প্রমান করে দিল চেষ্টার অসাধ্য কোন কিছু নয়।তাইতো ক্ষুদ্র জীবনের প্রথম পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েও ঝরে পড়ে।এর পর ঝরে পড়া শিশু হিসেবে বেসরকারী স্কুলে ১ম শ্রেনীতে ভর্তি হয়ে ৫ম শ্রেনী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ+ পেয়ে বংশের প্রদীপ জ্বালালো।আনোয়ারুজ্জামান জানায় সংসারের অভাবের জন্য কোন কোন দিন না খেয়ে তাকে স্কুলে যেতে হয়েছে।তার পিতা ও মাতা জানায় নিজেদের স্বাক্ষর জ্ঞানটুকু থাকায় তারা তার আগ্রহের দিকে লক্ষ্য রেখে সব সময়ে চেষ্টা করে এসেছেন তাকে উৎসাহ দেওয়ার।আনোয়ারুজ্জামান ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।সে সকলের দোয়া প্রার্থী।



মন্তব্য চালু নেই