উল্লাপাড়ায় অবরোধকারীদের হামলায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লপাড়া উপজেলায় অবরোধকারীদের হামলায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক সিএনজি যাত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন।

বুধবার ভোর সাড়ে সাতটার দিকে হামলার এ ঘটনা ঘটলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে সে মৃত্যুবরন করে।

নিহত ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের শমশের ফকিরের ছেলে। তবে আহত সিএনজিচালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধিন ১৯ দলীয় জোটের ডাকা অনির্ধারিতকালের অবরোধের দ্বিতীয় দিন বুধবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমশুল রোড গোলচত্বর থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠে উল্লাপাড়ার দিকে রওনা হয় ইসমাইল হোসেন। পথে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের জেলার উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়া এলাকায় রাস্তায় ওৎ পেতে থাকা অবরোধকারিরা সকাল সাড়ে সাতটার দিকে সিএনজি অটোরিক্সাটির উপর হামলা চালায়। এতে ইসমাইল হোসেন ও সিএনজি অটোরিক্সাচালক আহত হয়। মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত ইসমাইল হোসেনকে প্রথমে উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ঠি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে একটার দিকে সে মৃত্যুবরন করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।#



মন্তব্য চালু নেই