শ্যানেল ব্র্যান্ডের নতুন মুখ কৃষ্ণাঙ্গ উইলো স্মিথ

পনের বছর বয়সী গায়িকা, অভিনেত্রী ও ড্যান্সার উইলো স্মিথ অভিনেতা উইল স্মিথের কন্যা। কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানান, তিনি শ্যানেল’এর মহিলা রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই কোম্পানিকে উপস্থাপন করার জন্য এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ নারী নির্বাচন করা হল। ইন্সটাগ্রামে তার স্ট্যাটাসে তিনি ধন্যবাদ জানান কার্ল লেগারফিল্ড, হেড ডিজাইনার, শ্যানেলের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং সমগ্র দলকে যারা ‘সৌন্দর্যের ধারণার বিস্তার ঘটিয়েছেন’।
েিীৈাূ‘হুইপ মাই হেয়ার’ গায়িকা তার ভাই জ্যাডেন স্মিথের সাথে একাধিক বার বিভিন্ন যায়গায় খবরের শিরোনামে এসেছেন তাদের জেদ এবং প্রথা বিরোধী আচরণের কারণে। শেষ বার তিনি এসেছিলেন স্প্রিং ২০১৬ উইমেন্স ওয়্যার কালেকশনে ‘লুইস ভুইটন’এর মডেল হিসেবে।
উইলো স্মিথের অদময়নীয় আচরণ সম্পর্কে কম বেশি সবার জানা আছে। শ্যানেল’এর নতুন এই পদে তিনি নতুন কী যে করতে যাচ্ছেন তা অনেকেই হয়তো ধারণা করে ফেলেছেন।



মন্তব্য চালু নেই