শৈলকুপার ভাটই গ্রামে বিষ দিয়ে হাঁস নিধন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির ১৫টি হাস বিষ নিধন করে হত্যা করা হয়েছে। রবিউল শৈলকুপার ভাটই গ্রামের হারেজ মন্ডলের ছেলে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, রবিউলের হাঁসগুলো নিয়মিত ডিম দিতো। বৃহস্পতিবার একই উপজেলার গাবলা গ্রামের আসলামের ধান ক্ষেত থেকে ঘুরে আসার পর থেকেই হাসগুলোর মৃত্যু হয়।
হাঁস মালিক রবিউলের ধারণা আসলাম তার ক্ষেতে আগে থেকেই বিষ দিয়ে রেখেছিল। ধান ক্ষেতে যাওয়া মাত্রই হাঁসগুলোর মৃত্যু ঘটে। ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে। এক সঙ্গে ১৪/১৫টি হাঁসের মৃত্যুতে রবিউলের পরিবারে শোক বিরাজ করছে।
মন্তব্য চালু নেই