শেষ হলো শ্রমিক লীগের ঘেরাও

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষ হয়েছে। সোমবার দুপুর ১২টায় তারা এ অবস্থান নেয়।

গুলশানের ৯১ নম্বর সড়ক, ৮৬ নম্বর সড়ক ও সর্বশেষে খালেদা জিয়ার কার্যালয় থেকে ৩০-৪০ গজ দূরত্বে মিছিলটি আটকে দেয় পুলিশ। শ্রমিক লীগের মিছিলকারীরা সেখানে অবস্থান নেন। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে একটার দিকে সেখান থেকে প্রতিনিধিরা আবার কিছুটা পেছনের দিকে গিয়ে অবস্থান নেন। তবে বিপুলসংখ্যক মিছিলকারীদের মধ্যে এখন খুব কমসংখ্যক প্রতিনিধি সেখানে অবস্থান করছেন।

এরআগে বেলা সোয়া ১১টার দিকে গুলশান দুই নম্বর গোলচত্বরে শ্রমিক লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকে বেলা ১২টার পরে বেগম খালেদা জিয়ার ৮৬ নম্বর সড়কে অবস্থিত কার্যালয় ঘেরাওয়ের জন্য আসে। ৮৬ নম্বর সড়কে প্রবেশ করলে পুলিশ তাদের আটকে দেয়।



মন্তব্য চালু নেই