শেষ দেখা করতে পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য কারাগারে ডাকা হয়েছে তার পরিবারকে। শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তার পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ। আর এটিই হবে শেষ দেখা।

এ তথ্য নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ‘মোবাইলের মাধ্যমে কামারুজ্জামানের পরিবারকে জানানো হয়েছে- বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কারাগারে যাওয়ার জন্য।’

কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামীও বলেন, ‘আজ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার জন্য আমাদের ডাকা হয়েছে। দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কারাকর্তৃপক্ষ আমার মায়ের মোবাইলে ফোন করে বিষয়টি জানায়। তবে আমাদেরকে বিষয়টি কোনো চিঠি কিংবা ফ্যাক্সের মাধ্যমে জানানো হয়নি।’

পরিবারের কতজন সদস্য কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন, এ ব্যপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি এখানো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাবো।’ পরিবারের সকল সদস্যই কারাগারে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এটি সর্বশেষ সাক্ষাৎ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কারাকর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদের নিশ্চিত করে কিছুই বলেনি।’

এদিকে নানা নাটকীয়তার পরও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। সে কারণে তার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।



মন্তব্য চালু নেই