‘শেষ খাবারের প্লেট’ ছুড়ে দেন সাকা!
ফাঁসি নিশ্চিত। তা জেনেও সেই চিরাচরিত দম্ভে মৃত্যুর আগে শেষ খাবারের প্লেট ছুড়ে মারেন সালাউদ্দিন কাদের চৌধুরী।
ফাঁসি কার্যকরের প্রস্তুতিতে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানান, ফাঁসির আগে সাকা চৌধুরী ও মুজাহিদকে খাবার খেতে দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল মুরগির মাংস ও সবজি। খাবার দেওয়া হলে সাকা চৌধুরী খাবারের প্লেট ছুড়ে মারেন। তখন তাকে বলা হয়, এটি আপনার শেষ খাওয়া। তখন তিনি প্লেট তুলে খেয়ে নেন।
ডিএমপির ওই কর্মকর্তা আরো জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেল থেকে যমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চের দিকে যখন নেওয়া হয়, তখন তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি।
ওই সূত্র আরো জানায়, উভয়ের স্বজনরা যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তখন সাকা চৌধুরী স্বজনদের সামনে আবেগতাড়িত না হলেও মুজাহিদ ছোট দুই মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন। পরে কারারক্ষীরা সেখান থেকে তাদের সরিয়ে নেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।
মন্তব্য চালু নেই