শেষ ইচ্ছা পূরণ হল না কামারুজ্জামানের

মৃত্যুর আগে কারা কর্তৃপক্ষের কাছে শেষ দুটি ইচ্ছা পোষণ করেছিলেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান। প্রথম ইচ্ছার অনেকটায় পূরণ হতে চলেছিল তার। কিন্তু সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও শুক্রবারে ফাঁসি হয়নি তার।

কারা বিধি অনুযায়ী ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদিদের রায় কার্যকরের আগ মুহূর্তে শেষ ইচ্ছা পূরণ করে কারা কর্তৃপক্ষ। একই নিয়মানুযায়ী কামারুজ্জামানের কাছে জানতে চাওয়া হয় মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা কী?

এ সময় কামারুজ্জামান ইচ্ছা পোষণ করেন, শুক্রবার যেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার সুরতহাল রিপোর্ট শেষে গোসল না করিয়ে যেন পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কামারুজ্জামানের প্রথম ইচ্ছা পূরণ হতে চলেছিল। তবে সকল প্রস্তুতি থাকার পরও গতকাল (শুক্রবার) কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করেনি কারা কর্তৃপক্ষ।

এদিকে সরকারের নির্বাহী আদেশে শনিবার মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ থাকায় প্রথম ইচ্ছাটা পূরণ হলো না তার। এখন দেখার বিষয় কামারুজ্জামানের দ্বিতীয় ইচ্ছাটা পূরণ হয় কিনা?



মন্তব্য চালু নেই