শেরপুরে জুয়েলারী দোকানে সিন্দুক ভেঙ্গে আড়্ইা লাখ টাকার স্বর্ণালংকার লুট

বগুড়া শেরপুর পৌর শহরে গত বুধবার গভীর রাতে একটি জুয়েলারী দোকানের ৮টি তালা ভেঙ্গে দুঃ সাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে পৌরসভা রোডের রুপায়ন জুয়েলারী দোকানের মালিক শ্রী সনৎ কুমার কর্মকারের ছেলে সঞ্জয় কুমার কর্মকার ভোলা প্রত্যেকদিনের ন্যায় রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।

ভোর রাত ৪টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে সংঘবদ্ধ চোরেরা ওই দোকানের সাটার ও কোলাপ্সি গেটের ৭টি তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ডেস্ক ও সিন্দুকের তালা ভেঙ্গে বিভিন্ন ধরনের স্বর্নের চেইন, বালা, নাক ফুল, কানের দুলসহ মোট ৫ ভরি স্বর্ন, ৫০ ভরি ওজনের রূপা(চান্দি), নগদ ৩০ হাজার টাকাসহ মোট ২লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই