শেখ হাসিনা, রওশন ও খালেদা জিয়ার অভিনন্দন

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় এ অভিনন্দন জানান তারা।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, দলের কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীও পৃথক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।



মন্তব্য চালু নেই