শেখ হাসিনা প্রশাসন নিয়ে রাজনীতি করেন না : আশরাফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন নিয়ে কোনোদিন রাজনীতি করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন নিয়ে কোনোদিন রাজনীতি করেননি। উনি চান প্রশাসনে দক্ষ কর্মকর্তা আসুক। আমিও সেই নীতিতে বিশ্বাসী। আমি সঠিকভাবে কাজ করবো। অতীতেও প্রশাসন গতিময় ছিল, ভবিষ্যতেও থাকবে।’
সরকারের কাজ সরকার করবে আর দলের কাজ দল করবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য চালু নেই