শেখ হাসিনার নামে হচ্ছে বার্ন ইনস্টিটিউট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ইনস্টিটিউটে রূপান্তর হচ্ছে। এর নাম হবে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।’ রাজধানীর চানখাঁরপুলে এ ইনস্টিটিউট হবে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আলাদাভাবে থাকবে।
আজ রবিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান। ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ইনস্টিটিউট করব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কিছু করতে গেলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিতে হয়। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি। আশা করছি, আমরা সম্মতি পাব।”
মন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে চানখাঁরপুলে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে এ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অর্থায়ন করছে ভারত সরকার। গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
নাসিম বলেন, আপনারা জানেন গত দুই বছর রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন যানবাহনে পেট্রলবোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অগ্নিদগ্ধ হয়ে দিনের পর দিন হাসপাতালে কাতরিয়েছেন। আগুনে পোড়া রোগীদের দেখতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ঘোষণা দিয়েছিলেন এই ইউনিটকে ইনস্টিটিউটে রূপান্তর করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে আগুনে পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দেয়া হবে। এতে অগ্নিদগ্ধদের যন্ত্রণা অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন মন্ত্রী।
মন্তব্য চালু নেই