সাতক্ষীরায় আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

শেখ হাসিনাকে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দিন : হানিফ

আব্দুর রহমান ॥ সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। তিনি বলেন, কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সকল নেতা কর্মীরা মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের সকল নেতা কর্মীদের মধ্যে আন্তরিকতা গড়ে উঠে। এই কাউন্সিলের মাধ্যমে আগামী দিনের যোগ্য নেতৃত বেরিয়ে আসবে। বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে সবকিছু আওয়ামীলীগের। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪’র যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৬৬’র ছয় দফা এবং ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭০ ’র জাতীয় সংসদ নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযোদ্ধা সবকিছুই হয়েছে আওয়ামীলীগের দ্বারা। জাতীর জনক বঙ্গবন্ধু’র নেতৃত্বে আমরা এই পর্যন্ত অর্জন করেছি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আজকে শিক্ষা খাতে সফলতা, বিদ্যুৎ খাতে সফলতা, কৃষি,স্বাস্থ্য, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না করলে পৃথিবীর কোন দেশের অথনৈতিক উন্নতি করা সম্ভব নয়। সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন সুতরাং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।” কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম মুনসুর আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দীন। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল খায়ের সরদার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে এস.এম শওকত হোসেন ২৪৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল খায়ের সরদার ৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে শাহ্জান আলী ১৮৬ ভোট বিজয়ী লাভ করে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি আসাদুজ্জামান অসলে ৮৫ ভোট পায় পরাজিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আশরাফুল হক, এম মহিদুল হক, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ শাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল হক, জেলা আওয়ামী প্রজন্মলীগের সভাপতি আবু সাঈদ, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র মন্ডলসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ্জান আলী।



মন্তব্য চালু নেই