শেখ হাসিনাই প্রথম শিক্ষানীতি প্রণয়ন করেন : আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশে কোনো শিক্ষানীতি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম শিক্ষানীতি প্রণয়ন করেন।’
বৃহস্পতিবার ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে বইয়ের দাম অনেক। তাই বইয়ের অভাবে যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করছেন।’
ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান।
ঝালকাঠিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে মোট ১৬ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে।
পরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে ৬৯৫ শীতার্ত ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন শিল্পমন্ত্রী।
মন্তব্য চালু নেই