শুরু হলো সসাস জাতীয় “সেরা শিশুকন্ঠ ২০১৫”
শিশুদের সংগীত চর্চাকে উৎসাহিত এবং প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করার জন্য সমন্বিত সাংস্কৃতিক সংসদ(সসাস) ১লা এপ্রিল থেকে দেশব্যাপি অনলাইন ভিত্তিক জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা “সেরা শিশুকন্ঠ ২০১৫” আয়োজন করেছে।
জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। জাতীয়ভাবে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে ২০,০০০/=, ১৫,০০০/= , ১০,০০০ টাকা পুরস্কার এবং ভিজুয়্যাল এ্যালবাম প্রকাশ করা হবে।
প্রত্যেক বিভাগ থেকে সেরা ০৩ এবং জাতীয় পর্যায়ের সেরা ১০ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। আগ্রহী প্রতিযোগীকে স্থানীয় শিল্পীগোষ্ঠীর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
সার্বিক যোগাযোগ: [email protected]
মন্তব্য চালু নেই