শুরু হচ্ছে কোহলি-আনুশকার বিরহবেলা
মাত্র মাসখানিক আগের কথা। অস্ট্রেলিয়ায় আনুশকাকে পেয়েই কোহলির ব্যাট হয়ে উঠল চাবুক। যার আঘাতে বিধ্বস্ত হয়ে গেল জনসনদের মতো বিশ্ব কাঁপানো বোলাররা। অথচ বিশ্বকাপের জন্য সেই আনুশকাকেই দূরে রাখতে হবে কোহলিকে!
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) নির্দেশে আপাতত আনুশকার সঙ্গে মেলামেশা-ঘোরাঘুরিতে রাশ টানতে হচ্ছে বিরাটকে। আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত প্রেমিক যুগলের কাটাতে হবে বিরহবেলা।
বিসিসিআই-এর মুখপাত্র জানিয়েছেন, এটা শুধু বিরাট বলে নয়, সমস্ত খেলোয়ারের ক্ষেত্রেই। যাতে খেলোয়াড়দের ক্ষেত্রে কোনোভাবেই মন অন্যদিকে না যায় তার জন্য বড় বড় টুর্নামেন্টের সময় এই নিয়মটি মানা হয়।
তবে বিসিসিআইয়ের অন্য একদল কর্মকর্তার যুক্তি, খেলোয়াড়দের স্ত্রী বা বান্ধবী মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, এমন নয়। আসলে একসঙ্গে থাকার ফলে স্ত্রী বা প্রেমিকা যদি খেলা না থাকলে অস্ট্রেলিয়া ঘুরতে যেতে চায় তাহলে কে সেক্ষেত্রে খেলোয়াড়রা নিষেধ করতে পারবেন? কখনওই না। আসলে বোর্ড চায় না খেলার সময়ে পারিবারিক বিষয়ে মাথা ঘামিয়ে মনোসংযোগ খারাপ করুক খেলোয়াড়রা তাই এই কড়াকড়ি।
সুত্র: অনলিন
মন্তব্য চালু নেই